সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃচোখে মেয়েরা (পর্ব- ৫)

 সামাজিক যোগাযোগ মাধ্যম এখন জনপ্রিয়তার জোয়ারে ভাসছে। আবালবৃদ্ধবনিতা অতীব আনন্দের সহিত এই মাধ্যমগুলিতে অবলীলায় নারী বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছেন। তরুণ প্রজন্ম যেহেতু বেশি সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিবাহিত করেন, তাই আমাদের অতি প্রিয় দেশ যে কোন উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে, বোঝাই যাচ্ছে!

by তামান্না | 16 July, 2022 | 468 | Tags :  cyberbullying  trolling Discrimination against women series five

কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য

পুরুষতান্ত্রিক ধ্যানধারণায় কর্মক্ষেত্রে এক ধরনের লিঙ্গগত পক্ষপাত দেখা যায়, যার কারণে মানুষ সাধারণত ধরে নেয় নারীদের পেশা ও পদবি হবে পুরুষদের নিচে। মানুষ ধরে নেয় সেক্রেটারি, প্রশাসনিক সহকারী, নার্স, স্ত্রী, গার্লফ্রেন্ড; এসব ভূমিকাতেই শুধু দেখা যাবে নারীকে। আর সিইও, অধ্যাপক, আইনজীবী, ডাক্তার বা প্রকৌশলীর মতো পেশাগুলো বরাদ্দ থাকবে পুরুষদের জন্য। আনঅরগানাইজড সেক্টরে নারীদের প্রথমত কাজে নিতে চায় না। আবার, নারীরা কাজ পেলেও সমান যোগ্যতা থাকলেও উঁচু পদ পান না। যে কারণে মহিলারা পিছিয়ে থাকছেন।

by তামান্না | 09 March, 2025 | 78 | Tags : misogyny Discrimination against women workplace discrimination employment discrimination